‘জেলে থাকলে জনপ্রিয়তা বাড়ে …’, নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’ মুক্তির আগেই এই সংলাপ রীতিমতো ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। এরই মধ্যে শাহরুখ খানের ছেলে আরিয়ানের ‘ব্যাডস অফ বলিউড’ সিরিজের একটি চরিত্র নিয়ে এ বার ফুঁসে উঠলেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো প্রাক্তন অফিসার সমীর ওয়াংখেড়ে। দিল্লি হাইকোর্টে তিনি শাহরুখ এবং তার প্রযোজনা সংস্থা রেড চিলি এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে ২ কোটি রুপির মানহানি মামলা করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এই টাকা পেলে তিনি তা টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে দান করবেন। শাহরুখ এবং আরিয়ানের সঙ্গে সমীরের সম্পর্কের সমীকরণ নতুন নয়। ২০২১ সালে নভেম্বর মাসে প্রমোদতরীতে পার্টি করতে গিয়েছিলেন আরিয়ান। সেই সময়ে তাকে গ্রেপ্তার করা হয়। তখন এনসিবি কর্মকর্তা ছিলেন সমীর। ওই ঘটনায় জেলে রাত কাটাতে হয় আরিয়ানকে। পরে অবশ্য মামলা থেকে অব্যাহতি পেয়েছিলেন তিনি।...