বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১:৩০ থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালীন প্রধান নির্বাচন কমিশনার, সহকারী নির্বাচন কমিশনার ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। ভোট গণনা শেষে বিকাল ৫টায় ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন এবং সহকারী নির্বাচন কমিশনার-২ ইহসান ইলাহী সাবিক। নতুন কমিটির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সৌমিক সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে যৌথভাবে নির্বাচিত হন আলভী আহমেদ ও রাতুল সাহা , দপ্তর-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো: মাহদী হাসান চৌধুরী, অর্থ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো: রাফি সারোয়ার ও কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন তারেক রহমান। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান প্রতিবেদক ও বিএফইউজে-এর সিনিয়র সহকারী...