এবার ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের কাছে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এশিয়া কাপের সুপার ফোর ম্যাচে পাকিস্তানি ক্রিকেটার হারিস রউফ এবং সাহিবজাদা ফারহানের উস্কানিমূলক অঙ্গভঙ্গির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ করা হয়েছে। দুজনের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে বিসিসিআই। নিজেদের দাবির সমর্থনে আইসিসিতে ভিডিও প্রমাণও জমা দিয়েছে তারা। উল্লেখ্য, সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে ফিফটি করার পরে বন্দুকের মতো করে ব্যাট ধরে উদযাপন করেন সাহিবজাদা ফারহান। চলতি বছরের শুরুতে ভারতশাসিত কাশ্মীরের পহেলগাঁয়ে এক হামলায় ২৬ জনের প্রাণ কেড়ে নেয় সন্ত্রাসীরা। ভারতের দাবি, ওই হামলা চালায় পাক জঙ্গিরা। পরিপ্রেক্ষিতে সাহিবজাদার এই সেলিব্রেশনে বিতর্ক তৈরি করেছে। পাকিস্তানি ওপেনারের এই অঙ্গভঙ্গি স্পষ্টতই অসংবেদনশীল ছিল। একই ম্যাচে ভারতীয় দর্শকদের দিকে আঙুল তুলে '৬-০' ইশারা করেন হারিস রউফ। হাত দিয়ে...