ভাবটা এমন ছিল, আফগানিস্তানের বিপক্ষে চার পরিবর্তন করে মাঠে নেমে জিতেছি, এবার ভারতের বিপক্ষেও সেই পথে হেঁটে জিততে চাই। কিন্তু আফগানিস্তান আর ভারত যে এক দল নয়, দুই দলের থিঙ্ক ট্যাঙ্ক যে এক নয়, ভারতীরা অনেক বেশি দুরদর্শী, কৌশলী। তাদের বিপক্ষে একঝাঁক পরিবর্তন ঘটালেই কি সাফল্যের দেখা মিলবে? বাংলাদেশ ম্যানেজমেন্টের চিন্তায় মনে হয় তা ছিল না। এখন প্রশ্ন হলো, আজ পাকিস্তানের সাথে অঘোষিত সেমির যুদ্ধেও কি গতকালের মতো অনেকগুলো পরিবর্তন ঘটিয়ে এক বলগাহীন দল সাজানো হবে? অনেকেরই মত, ভারতের বিপক্ষে যে দল খেলেছে, সে দলে একটা বড়োসড়ো পরিবর্তনের দরকার আছে। ধারণা করা হচ্ছে, সাইড স্ট্রেইনে আক্রান্ত অধিনায়ক লিটন দাস আর এক নম্বর স্ট্রাইকবোলার তাসকিন হয়তো একাদশে ফিরবেন। সাইফউদ্দীন, না শেখ মেহেদী কে খেলেন? সেটাও দেখার। ভারতের দুই প্রধান উইলোবাজ অভিষেক...