জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে খিলক্ষেত থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে খিলক্ষেত ফুট ওভারব্রিজ থেকে সাতজন হকারকে আটক করেছে। এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ ও বারবার নিষেধ সত্ত্বেও হকাররা ওভারব্রিজে অবৈধভাবে দোকান বসিয়ে পথচারীদের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি করছিলেন। এই অবস্থায় খিলক্ষেত থানা পুলিশ অভিযান চালায় এবং দোকান উচ্ছেদ করে ৭ জনকে আটক করে। পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এদিকে, পুলিশের এই পদক্ষেপে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে স্বাগত জানিয়েছেন এবং জনস্বার্থে ফুটওভারব্রিজ ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন। গত ১৬ আগস্ট খিলক্ষেতের নিকুঞ্জে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার আবির হাসান ও খিলক্ষেত থানার ওসি সাজ্জাদ হোসেনের উপস্থিতিতে এলাকাবাসীর পক্ষ থেকে ফুটওভার ব্রিজ ও ফুটপাত দখলমুক্ত করার জোরালো দাবি জানানো হয়েছিল। এরপর...