বেনাপোল কাস্টমস বিভাগের আলোচিত কর্মকর্তা সাবেক কমিশনার বেলাল হোসাইন চৌধুরী। অভিযোগ রয়েছে, চাকরি জীবনে যেখানেই পদায়ন পেয়েছেন, সেখানেই জড়িয়েছেন সীমাহীন দুর্নীতিতে। বিগত আওয়ামী সরকারের ১৫ বছরের শাসনামলে দুই হাতে নিয়েছেন সুবিধা। তার বিরুদ্ধে বৈধ সম্পদ গড়ার অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। প্রাথমিক অনুসন্ধানে দুর্নীতির প্রমাণ পাওয়ায় ইতোমধ্যে দুদকের আবেদনে ঢাকার মহানগর দায়রা জজ আদালত বেলাল হোসাইন চৌধুরী এবং তার স্ত্রী হোসনা ফেরদৌস সুমির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন। কিন্তু গত ১৯ সেপ্টেম্বর রাতে তিনি অষ্ট্রেলিয়ায় চলে চলে যাওয়ার খবরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বেলাল হোসেন এবং তার স্ত্রীর নামে দুদকে জমা হওয়া অভিযোগে উল্লেখ করা অবৈধ সম্পদের মধ্যে রয়েছে— রাজধানীর বারিধারায় এফ ব্লকে ১২ নম্বর প্লটে পাঁচকাঠা জমির ওপর পাঁচতলা বাড়ি, যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। নিউ ইস্কাটন রোডে...