ভারতের হিমালয়াঞ্চল লাদাখে রাজ্য মর্যাদার দাবিতে আন্দোলন সহিংস রূপ নেওয়ায় রাজধানী লেহ-তে কারফিউ জারি করেছে নিরাপত্তা বাহিনী। বুধবার (২৪ সেপ্টেম্বর) সংঘর্ষে অন্তত চারজন নিহত ও কয়েক ডজন আহত হয়েছেন। এ সময় ভারতের ক্ষমতাসীন বিজেপির স্থানীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়। সরকারি পক্ষ থেকে আন্দোলনের নেতৃত্ব দেওয়া সমাজকর্মী সোনম ওয়াংচুককে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে তিনি তা অস্বীকার করেছেন। মুসলিম-বৌদ্ধ অধ্যুষিত পার্বত্য মরুভূমি লাদাখ ২০১৯ সালে জম্মু ও কাশ্মীর ভেঙে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। এর পর থেকেই রাজ্য মর্যাদা ও স্থানীয়দের জন্য ভূমি ও চাকরির কোটা দাবিতে আন্দোলন চলছে। প্রধানত বৌদ্ধ অধ্যুষিত লেহ জেলা বহুদিন ধরেই স্বতন্ত্র প্রশাসনিক অঞ্চল চেয়ে আসছিল। অন্যদিকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কারগিল জেলা ভারতশাসিত কাশ্মীরের সঙ্গে একীভূত হওয়ার দাবি জানিয়ে আসছিল। তবে ২০১৯-এর পর থেকে দুই...