জলবায়ু পরিবর্তন লিঙ্গ বৈষম্যকে আরও খারাপ করে, নারীদের কার্যক্ষমতা এবং গতিশীলতাকে সীমাবদ্ধ করে। এছাড়া গর্ভনিরোধক, গর্ভাবস্থার ফলাফল এবং নিরাপদ প্রসবের সঙ্গে আপস করতে হয়। এ কারণে অনিচ্ছাকৃত গর্ভধারণ, অনিরাপদ গর্ভপাত, মৃত সন্তান প্রসব এবং মাতৃমৃত্যুর দিকে ধাবিত হতে হয়। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মহাখালীতে ‘জলবায়ু পরিবর্তনে নারী স্বাস্থ্যের ওপর প্রভাব’ নিয়ে আইপাস বাংলাদেশের গবেষণার ফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবু জাফর বলেন, জলবায়ু পরিবর্তন কেবল প্রকৃতির রূপই বদলাচ্ছে না, বরং সরাসরি হুমকি তৈরি করছে নারীর স্বাস্থ্যের ওপর। তাই নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। গবেষণায় বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে মাতৃযত্ন, পরিবার পরিকল্পনা, মাসিক নিয়ন্ত্রণ, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন (এসটিআই) বা রেসপিরেটরি ট্র্যাক্ট...