মিরপুরের হোম অব ক্রিকেটে তো কতবারই এসেছেন তামিম ইকবাল। খেলা, অনুশীলন, সংবাদ সম্মেলন...মিরপুর স্টেডিয়ামের ২ নং গেট দিয়ে কতবারই তো ঢুকেছে এই বামহাতি উদ্বোধনী ব্যাটসম্যানের গাড়ী। এবারে খেলা নয়, তামিম হাজির হয়েছিলেন শুনানীর জন্য। আসন্ন বোর্ড পরিচালক নির্বাচনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক নিয়োজিত নির্বাচন কমিশন ১৫টি ক্লাবকে কাউন্সিলরশীপ দেয়নি দুর্নীতি দমন কমিশনের অভিযোগের ভিত্তিতে। সেই ১৫টি ক্লাবের একটি, গুলশান ক্রিকেট ক্লাবের ভাইস-চেয়ারম্যান হিসেবে বিসিবি কার্যালয়ে এসেছিলেন তামিম, অংশ নিয়েছেন শুনানীতে। আনুষ্ঠানিক কার্যক্রম শেষে তামিম সাংবাদিকদের জানিয়েছেন, আইনের উর্ধে গিয়ে ক্রিকেটের কথা চিন্তা করে সিদ্ধান্ত নিতে অনুরোধ করেছেন নির্বাচন কমিশনকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তামিম জানিয়েছেন, 'আমি, ঐ ১৫টা ক্লাবের একটা ক্লাব আমার, আমি ভাইস-প্রেসিডেন্ট গুলশান ক্রিকেট ক্লাবের, আমি ঐদিক থেকেই এসেছিলাম তবে আমি যখন কথা বলেছি তখন উনাদেরকে স্পষ্ট ভাবে বলেছি...