ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন প্যারিসের একটি আদালত। লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে লাখ লাখ ইউরো অবৈধ তহবিল নেওয়া সংক্রান্ত মামলায় অপরাধের ষড়যন্ত্র করার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এই কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আদালত সারকোজিকে ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত কূটনৈতিক অনুগ্রহের বিনিময়ে লিবিয়া থেকে তহবিল নিয়ে তার প্রচারণায় অর্থায়নের জন্য দোষী সাব্যস্ত করেছে। তবে এটি তাকে আরও তিনটি অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে – যার মধ্যে রয়েছে দুর্নীতি, অবৈধ প্রচারণায় অর্থায়ন এবং জনসাধারণের তহবিল আত্মসাৎ। আদালত সারকোজির রাষ্ট্রপতি থাকাকালীন তার ঘনিষ্ঠ দুই সহযোগী- প্রাক্তন মন্ত্রী ক্লদ গুয়েন্ট এবং ব্রাইস হোর্তেফিউক্সকে অপরাধমূলক সংঘবদ্ধতার জন্য দোষী সাব্যস্ত...