মেহেন্দিগঞ্জ উপজেলার ১১ নং চাঁনপুর ইউনিয়নের একমাত্র বিদ্যাপীঠ চাঁনপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের উদ্দেশ্যে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের সকল সদস্য ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডোক কমিটির সভাপতি মো. মঞ্জুরুল ইসলাম সজিব। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন জমদ্দার। বিশেষ অতিথি ছিলেন— উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান, এডোক কমিটির সদস্য খাজা মাইনুদ্দিন সোহেল তালুকদার, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য হারুন অর রশিদ বিশ্বাস, ইউনিয়ন বিএমপি যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম গোলদার, আবুল কাশেম বিশ্বাস, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সাকিব তালুকদার। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধান...