ঢাকা: আগামীকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদে শুরু হতে যাচ্ছে ১৩ দিনের দীর্ঘ কমেডি উৎসব, যা চলবে ৯ অক্টোবর পর্যন্ত। এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের ৫০ জন কমেডিয়ান অংশ নিচ্ছেন। শোগুলোতে অংশ নিতে দর্শকদের টিকিট কেটে প্রবেশ করতে হবে।তবে সৌদি সরকারের এ আয়োজন ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) সম্প্রতি এক বিবৃতিতে অভিযোগ করেছে, সৌদি কর্তৃপক্ষ দেশে চলমান মানবাধিকার লঙ্ঘনের ঘটনা থেকে জনমতের দৃষ্টি অন্যদিকে সরাতে এ ধরনের উৎসবের আয়োজন করছে।কারণ যখন উৎসবটি চলবে তখন সাংবাদিক ও কলামিস্ট জামাল খাশোগির মৃত্যুর সাত বছর পূর্ণ হবে। সাত বছর আগে তুরস্কে জামালকে হত্যা করেছিল সৌদির একটি গুপ্তহত্যাকারী দল। এরপর তার মরদেহ এসিড দিয়ে গলিয়ে ফেলা হয়েছিল।হিউম্যান রাইটস ওয়াচের সৌদি বিষয়ক গবেষক জোয়ে শেয়া বলেছেন, “সৌদির...