ইন্দোনেশিয়ার পশ্চিম জাভাতে চলতি সপ্তাহে স্কুলের মধ্যাহ্নভোজে এক হাজারেরও বেশি শিশু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। এই ঘটনা দেশটির প্রেসিডেন্টের শত শত কোটি ডলারের বিনামূল্যে খাবার কর্মসূচির জন্য আরেকটি ধাক্কা। বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে। পশ্চিম জাভা প্রদেশের গভর্নর দেদি মুলিয়াদি বৃহস্পতিবার রয়টার্সকে জানিয়েছেন, তার প্রদেশের চারটি এলাকায় খাবারে বিষক্রিয়ার খবর পাওয়া গেছে। পশ্চিম জাভা এবং মধ্য সুলাওয়েসি প্রদেশে গত সপ্তাহে স্কুলের মধ্যাহ্নভোজ খেয়ে ৮০০ শিক্ষার্থীর বিষক্রিয়া আক্রান্ত হয়েছিল। প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর স্বাক্ষরিত বিনামূল্যে পুষ্টিকর খাবার কর্মসূচির অধীনে এই খাবারগুলো সরবরাহ করা হয়েছিল। এই উচ্চাভিলাষী প্রকল্পের লক্ষ্য বছরের শেষ নাগাদ ইন্দোনেশিয়ার ২৮ কোটি মানুষের মধ্যে ৮ কোটি ৩০ লাখকে খাওয়ানো। এই কর্মসূচির ১৭১ ট্রিলিয়ন রুপিয়া (১০.২২ বিলিয়ন ডলার) বাজেট আগামী বছর দ্বিগুণ হবে। খাদ্যে বিষক্রিয়ার ঘটনার পরে এই প্রকল্পের মান ও...