প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। এছাড়া শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন নাগরিক সেবাদাতা প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিতে শক্তিশালী স্থানীয় সরকার জরুরি বলে মনে করেন গবেষকরা। আজ বৃহস্পতিবার গবেষণা সংস্থা পিআরআই আয়োজিত আলোচনায় বক্তারা জানান, অতিরিক্ত জনসংখ্যার চাপে ঢাকায় উৎপাদনশীলতা কম হওয়ায় বছরে ক্ষতি হচ্ছে ৪০০ কোটি ডলার। রাজনৈতিক লেজুড়বৃত্তিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামো। স্থানীয় নাগরিক চাহিদাপূরণে উদাসীনতা বেড়েছে জনপ্রতিনিধিদের। মানসম্মত শিক্ষা-চিকিৎসা-কর্মসংস্থান তো বটেই সরকারি অনেক সেবা পেতেও নাগরিকদের আসতে হয় রাজধানীতে। ক্ষমতা কেন্দ্রীভূত থাকায় দেশের মোট নগরবাসীর ৩৬ শতাংশের বসবাস ঢাকায়। অর্থনীতিবিদরা বলছেন, ঢাকা, চট্টগ্রামের বাইরে দেশে আর নাগরিকসেবা সমৃদ্ধ নগরায়ণ হয়নি। যা আর্থ-সামাজিক বৈষম্য নিরসন করে টেকসই প্রবৃদ্ধির পথে বড় অন্তরায়। পিআরআই পরিচালক আহমেদ আহসান বলেন, ‘আমাদের গবেষণায় দেখা গেছে, বিকেন্দ্রীকরণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। স্থানীয়...