ইতালির উত্তরাঞ্চলীয় পর্যটন শহর বোলজানোতে এবার নতুন মাত্রা যোগ হচ্ছে। ২০২৬ সাল থেকে এখানে ভ্রমণে আসা কুকুরের জন্যও কর দিতে হবে। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি কুকুরের জন্য মালিককে প্রতিদিন ১ দশমিক ৫০ ইউরো (প্রায় ২ ডলার) কর দিতে হবে। স্থানীয় মালিকদের জন্যও আলাদা কর নির্ধারণ করা হয়েছে। প্রতিটি কুকুরের জন্য বছরে ১০০ ইউরো দিতে হবে। নগর কর্তৃপক্ষ বলছে, রাস্তা পরিষ্কার ও কুকুরের জন্য নতুন পার্ক তৈরির ব্যয় মেটাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে গুঞ্জন রয়েছে, কুকুরদের হয়তো সাধারণ পার্কে প্রবেশ নিষিদ্ধ করা হতে পারে। এটি একক কোনও পদক্ষেপ নয়। এর আগে কুকুরের মালিকদের পোষ্যের ডিএনএ নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছিল, যাতে শহরে পড়ে থাকা মল থেকে মালিককে শনাক্ত করে জরিমানা করা যায়। বর্তমানে কুকুরের মল না তুললে মালিককে সর্বোচ্চ ৬০০ ইউরো...