জয়া আহসান অভিনীত ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম নির্মিত সিনেমা ‘ফেরেশতে’ ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকে আলোচনার জন্ম দিয়েছে। সালমান শাহর ৫৫তম জন্মদিন উপলক্ষে ১৯ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পায়। এখনও রাজধানীর স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস ও যমুনা ব্লকবাস্টার্সে নিয়মিতভাবে প্রদর্শিত হচ্ছে। নতুন খবর, ২য় সপ্তাহেও (২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর) ছবিটি চলবে একই প্রেক্ষাগৃহে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এমনটাই নিশ্চিত করেছে ‘ফেরেশতে’ কর্তৃপক্ষ। সিনেমাটির প্রযোজক ও অভিনেতা সুমন ফারুক বলেন, ‘আমাদের লক্ষ্য শুধুমাত্র ব্যবসা করা ছিল না। আমরা মূলত চেয়েছিলাম একটি ভালো গল্পের সিনেমা উপহার দিতে। স্বাধীনভাবে নতুন নির্মাতাদের জন্য সিনেমা হলে ছবি প্রদর্শন করানো সত্যিই অনেক কঠিন কাজ। তবে দর্শকরাই পারেন একটি সিনেমাকে প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে টেনে নিতে। সৌভাগ্যবশত দর্শকদের কাছ থেকে আমরা সেই প্রত্যাশিত সাড়া...