বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে চাইনিজ পিপলস ইনস্টিটিউট অব ফরেন অ্যাফেয়ার্স এর ভাইস প্রেসিডেন্ট, রাষ্ট্রদূত মি. ঝৌ পিং জিয়ানের নেতৃত্বে ৬ সদস্যের উচ্চপর্যায়ের এক প্রতিনিধি দল সাক্ষাত করেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জামায়াতের মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে সাক্ষাতে আসন্ন নির্বাচন, বিগত সময়ে দলটির নেতাকর্মীদের ওপর শাসক দলের অত্যাচার নির্যাতন, দলীয় নিবন্ধন কেড়ে নেওয়া, দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচারসহ নানা বিষয় তুলে ধরা হয়। তারা আন্তরিকতার সঙ্গে মতবিনিময়ে মিলিত হন।আরো পড়ুন:পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশবাকৃবির ননী ফল সুপার ফুড নাকি লিভারের জন্য হুমকি? চাইনিজ পিপলস ইনস্টিটিউট অব ফরেন অ্যাফেয়ার্স এর ভাইস প্রেসিডেন্ট ঝৌ পিংজিয়ানের সঙ্গে ছিলেন এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকা বিষয়ক বিভাগের পরিচালক (সিপিআইএফএ) মি. ঝাও ইয়োংগুও, সাউথ এশিয়ান স্টাডিজ সেন্টার (পেকিং বিশ্ববিদ্যালয়) এর নির্বাহী উপপরিচালক ড. ওয়াং শু,...