এবার জেন জি ঝড় বইতে শুরু করেছে ভারতেও। চীন সীমান্ত ঘেঁষা অঞ্চল লাদাখে ফুঁসে ওঠা এ বিক্ষোভ ভয়াবহ রক্তপাতের জন্ম দিয়েছে। জেন জি বিক্ষোভে পুলিশের গুলিতে পাঁচজনের মৃত্যু হয়েছে। সেখানে অনির্দিষ্টকালের কারফিউ চলছে। ‘থ্রি ইডিয়টস’র রেঞ্চোখ্যাত সোনম ওয়াংচুককে বলা হচ্ছে জেন জি নেতা। তার অনশনের প্রতি সমর্থন জানাতে বুধবার হাজার হাজার ছাত্রছাত্রী রাস্তায় নেমে আসেন। তিনি একজন জলবায়ুকর্মী ও সমাজকর্মী। সাংবিধানিক সুরক্ষা ও রাজ্য মর্যাদার দাবিতে শুরু হওয়া এ আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত পাঁচজনের প্রাণ গেছে। এরই মধ্যে সহিংস হয়ে ওঠা এ আন্দোলনে অগ্নিসংযোগ করা হয়েছে ক্ষমতাসীন বিজেপির কার্যালয়েও। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। বিজেপি অফিসে আগুন: বুধবার (২৪ সেপ্টেম্বর) দিনভর চলা উত্তেজনার মধ্যে বিক্ষোভকারীরা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) লেহ কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি...