খাল ভরাট উচ্ছেদের মাধ্যমে খালটি পুনঃখনন করে পানি নিস্কাশনের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন মহিচাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ আল মামুন। চলতি বছরের ৮ সেপ্টেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত ওই অভিযোগটি দায়ের করেন তিনি। লোকমান হোসেন শাহজাহান চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের মৃত আব্দুল মালেক এর ছেলে। তিনি চান্দিনা উপজেলা যুবদলের সাবেক সভাপতি। তবে তিনি এলাকায় আধিপত্য ধরে রাখতে রাজনৈতিক দল বদল করেছেন কয়েকবার। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগের এমপি’র ঘনিষ্ঠজন হয়ে আওয়ামী লীগের রাজনীতিও করেছেন। তিনবার করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনও। ৫ আগস্টের পর আবারও ফিরেছেন বিএনপিতে। প্রধান শিক্ষকের দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে- বাজার সংলগ্ন পুকুরটিতে মহিচাইল উচ্চ বিদ্যালয়, মহিচাইল বাজার, মহিচাইল বালিকা উচ্চ বিদ্যালয়...