এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে দুর্দান্তভাবে শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচেই ভারতের বিপক্ষে হেরে যায়। ফাইনালে ওঠার লক্ষ্যে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি এখন বাঁচা-মরার লড়াই। এই ম্যাচে যারা জিতবে তারাই ফাইনালের টিকিট কাটবে। এমন হাইভোল্টেজ ম্যাচে বৃষ্টি হলে সমীকরণ কী দাঁড়াতে পারে এটিই এখন প্রশ্ন! এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় (স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা)। দুবাইতে আজ বৃষ্টির কোনো শঙ্কা নেই। আজকের আবহাওয়ার পূর্বাভাসও বলছে, ম্যাচ চলাকালে আবহাওয়া থাকবে পরিষ্কার। দিনের তাপমাত্রা বেশি থাকবে এবং খেলা শুরু হওয়ার পরও তাপমাত্রা খুব একটা কমবে না। আকুওয়েদার অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সেখানে তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যার পর থেকে...