ফুসফুস জীবনের এক অপরিহার্য অঙ্গ। শরীরে পর্যাপ্ত অক্সিজেনের জন্য দরকার সুস্থ ফুসফুস।নচেৎ হাঁপানি, সিওপিডি, নিউমোনিয়া, ফুসফুসের ক্যানসার ইত্যাদির মতো নানা জটিল রোগ হয়, যা বিশ্বজুড়ে মৃত্যুর অন্যতম কারণ। আশঙ্কাজনক তথ্য হলো, বিশ্বে ৮২০ কোটি মানুষের মধ্যে ১০০ কোটি মানুষ ফুসফুস সংক্রান্ত নানা রোগে ভুগছে। এর পরিমাণ প্রতি আটজনে একজন। বাংলাদেশের মোট জনগোষ্ঠীর প্রায় এক-তৃতীয়াংশই ফুসফুসের বিভিন্ন রোগে আক্রান্ত। এর মধ্যে শুধু অ্যাজমা রোগেই ভুগছেন প্রায় এক কোটি ১০ লাখ মানুষ। চল্লিশোর্ধ্ব ২১ শতাংশ মানুষ ফুসফুসের বিশেষ রোগ সিওপিডিতে ভুগছেন যাদের ৬২ শতাংশই ধূমপায়ী। তাই ফুসফুস সুস্থ রাখার জন্য দরকার ব্যাপক সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব ফুসফুস দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশের প্রথম জেসিআই-স্বীকৃত হাসপাতাল এভারকেয়ার হসপিটাল ঢাকার রেসপিরেটরি মেডিসিন বিভাগের উদ্যোগে এক বৈজ্ঞানিক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।...