ম্যাচের চার মিনিটেই দুই গোলে এগিয়ে যাওয়া। ডাবল লিড ম্যাচের বাকি সময়টা ধরে রেখে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার কলম্বোতে পাকিস্তানকে হারাতে বাংলাদেশের হয়ে গোল দুটি করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল ও অপু রহমান। কিশোর ফুটবলাররা পাকিস্তানকে হারানোর কাজটা ঠিকঠাক সেড়েছে। এবার পালা ক্রিকেটারদের। দুবাইয়ে আজ রাতে পাকিস্তানকে হারালেই এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় চলমান সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে শুরু থেকেই দূর্দান্ত ফুটবল খেলছে বাংলাদেশ। গ্রুপ পর্বের দুই ম্যাচে গোলাম রব্বানী ছোটনের শীষ্যরা নেপাল ও শ্রীলঙ্কাকে হারিয়েছে ৪-০ ব্যবধানে। বৃহস্পতিবার শুরুতেই তারা এগিয়ে যায়। বাকী সময়টায় বাংলাদেশ চেষ্টা করেছে লিড বাড়ানোর। পাকিস্তানও সামর্থ্যের পুরোটা দিয়ে চেষ্টা করেছে ম্যাচে ফেরার। তবে কোন দলই আজ পারেনি প্রতিপক্ষের গোলের দরজা খুলতে। ম্যাচ শুরুর...