ইসরাইলের রাজধানী তেল আবিবে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ইসরাইলি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের। ইসরাইলি চ্যানেল ১২-এর খবরে বলা হয়েছে, বিস্ফোরণে কয়েকজন আহত হয়েছেন। ইসরাইলি সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে সেনা সদস্য মোতায়েন করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। তবে টাইমস অব ইসরাইল জানিয়েছে, তেল আবিবের দক্ষিণাঞ্চলের একটি প্রধান সড়কে একটি গাড়ি বিস্ফোরণের পর আগুন ধরে যায়, এতে ৪৬ বছর বয়সি এক ব্যক্তি আহত হয়েছেন। চিকিৎসকরা জানান, আহত ব্যক্তিকে সচেতন অবস্থায় পাওয়া গেছে এবং তার আঘাত হালকা ধরনের।আরও পড়ুনআরও পড়ুনইয়েমেনি ড্রোন হামলায় ৩২ ইসরাইলি আহত লা গুয়ার্দিয়া স্ট্রিটের ইয়াদ এলিয়াহু এলাকায় এ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে পুলিশ ও দমকলকর্মীরা ইতোমধ্যে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন।...