ম্যাচের শুরুতে এগিয়ে গিয়ে পরে পিছিয়ে পড়ার ধাক্কা। এরপরই শেষ ১০ মিনিটের নাটকীয়তায় দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে আতলেতিকো মাদ্রিদের রোমাঞ্চকর জয়। দারুণ এক হ্যাটট্রিকে যে জয়ের নায়ক হুলিয়ান আলভারেস। এমন পারফরম্যান্সের পর, কোচ দিয়েগো সিমেওনের চোখে এখন তার দলের সেরা খেলোয়াড় এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। লা লিগায় রায়ো ভাইয়েকানোর বিপক্ষে বুধবার রাতে ৩-২ ব্যবধানে জয়ের পথে দলের তিনটি গোলই করেন আলভারেস। ঘরের মাঠে ম্যাচের ১৫তম মিনিটেই দলকে এগিয়ে নেন আলভারেস। বিরতির ঠিক আগে ভাইয়েকানোর পেপ চাভারিয়া ডি-বক্সের বাইরে থেকে শটে সমতায় ফেরান দলকে। ৭৭তম মিনিটে আলভারো গার্সিয়ার গোলে এগিয়েও যায় ভাইয়েকানো। এরপরই আলভারেসের নায়ক হয়ে ওঠা। ৮০ ও ৮৮তম মিনিটে বল জালে পাঠিয়ে দলের জয় নিশ্চিত করেন আলভারেস। এবারের লা লিগায় আতলেতিকোর এটি কেবল দ্বিতীয় জয়। ম্যাচ শেষে ইএসপিএনে জানানো প্রতিক্রিয়ায় সিমেওনে...