মুখ বা কথার গুনাহকে মানুষ খুব তুচ্ছ ও কম গুরুতর মনে করে। কিন্তু মুখের অনেক গুনাহ আছে যা জুলুম, বান্দার হক সংশ্লিষ্ট ও গুরুতর যেমন পরনিন্দা, অপবাদ, গালিগালাজ, মানুষের সম্মান নষ্ট করে এমন মন্তব্য ইত্যাদি। এসব গুনাহ বান্দার হকের সাথে সম্পর্কিত হওয়ায় শুধু আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেই ক্ষমা পাওয়া যায় না যদি ক্ষতিগ্রস্ত ব্যক্তি ক্ষমা না করে। এসব গুনাহ মানুষের জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আবু হোরায়রা (রা.) বলেন, আল্লাহর রাসুলকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) প্রশ্ন করা হলো, কোন কাজ সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে? তিনি বললেন, আল্লাহভীতি ও উত্তম আচরণ। আবার তাকে প্রশ্ন করা হলো, সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে কোন কাজ? তিনি বললেন, মুখ ও লজ্জাস্থান (অর্থাৎ এ দুটি অঙ্গের গুনাহ)। (সুনানে তিরমিজি) আরেকটি...