জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের উদ্যোগে ৩ দিনব্যাপী জরুরি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি সমাপ্ত হয়েছে। তিন দিনে ১৮-র বেশি শিক্ষার্থীকে স্বাস্থ্যসেবা দিয়েছে তারা।মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ একাডেমিক ভবনের নিচে এ কর্মসূচির উদ্বোধন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।এ সময় তিনি ছাত্রদলের স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসা করে বলেন, ছাত্র রাজনীতির ধারায় পরিবর্তন এসেছে। ছাত্রদের কল্যাণেই ছাত্র রাজনীতি হওয়া উচিত। যা শিক্ষার্থীদের উপকারে আসবে।কর্মসূচির প্রথম দিনে নারী শিক্ষার্থীদের জন্য গাইনি বিশেষজ্ঞ সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এরপর বুধবার (২৪ সেপ্টেম্বর) স্কিন বিশেষজ্ঞরা এবং বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মেডিসিন বিশেষজ্ঞরা সেবা প্রদান করেন। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ছাত্রদলের এই স্বাস্থক্যাম্প থেকে সেবা গ্রহণ করেন।ঢাবিতে ডাকসুর নতুন উদ্যোগতিন দিনব্যাপী স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচিতে গাইনি বিশেষজ্ঞ হিসেবে ছিলেন- ডা. উম্মে হানি...