কাজের সুযোগ দিচ্ছে বাংলাদেশ তাঁত বোর্ড। প্রতিষ্ঠানটি তাদের রাজস্ব খাতে বিভিন্ন গ্রেডের ৪০টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২১ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩, ১৫, ১৬ ও ২০তম গ্রেডভুক্ত স্থায়ী পদগুলোয় এ নিয়োগ দেওয়া হবে।চলুন, একনজের দেখে নিই তাঁত বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৫পদের নাম ও বিবরণ১. ফিল্ড সুপারভাইজারবিআইডব্লিউটিএতে ২ শতাধিক পদে বড় নিয়োগ, আবেদন যেভাবেপদসংখ্যা: ১৫শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রি ও প্রার্থীকে কম্পিউটার জ্ঞানসম্পন্ন হতে হবে।গ্রেড ও বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০/– টাকা (গ্রেড–১৩)২. সাঁটলিপিকার–কাম–কম্পিউটার অপারেটরপদসংখ্যা: ৩শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পাস। তৎসহ ওয়ার্ড প্রসেসিং বা ডাটা এন্ট্রি টাইপিংয়ে গতিসম্পন্ন হতে হবে। বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ ও ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন ২৫ শব্দ।গ্রেড ও বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০/– টাকা (গ্রেড–১৩)৩. মাস্টার ডায়ারপদসংখ্যা : ২শিক্ষাগত যোগ্যতা ও...