ক্যারিয়ারে নতুন অভিযানে আরেকটি পদক্ষেপ নিয়েছেন রাভিচান্দ্রান অশ্বিন। বিগ ব্যাশের আগামী আসরের জন্য সিডনি থান্ডারের সঙ্গে চুক্তি করেছেন ভারতের অফ স্পিনিং গ্রেট। যেখানে তিনি অধিনায়ক হিসেবে পাবেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ওপেনার ডেভিড ওয়ার্নারকে। ভারতের প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন অশ্বিন। উইমেন’স বিগ ব্যাশে স্মৃতি মান্ধানা, জেমিমাহ রদ্রিগেসসহ খেলেছেন ভারতের বেশ কয়েকজন ক্রিকেটার। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে সক্রিয় পুরুষ ক্রিকেটাররা দেশের বাইরের টি-টোয়েন্টি লিগে খেলার অনুমতি পান না। সেই বাধা এখন আর নেই অশ্বিনের। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরের মাঝপথে অনেকটা চমকে দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন অশ্বিন। তার আন্তর্জাতিক ক্যারিয়ারের পথচলাও তাতে থেমে যায়। গত মাসের শেষ দিকে আচমকা আইপিএলকেও বিদায় বলে দেন তিনি। আইপিএল ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা...