ভারতের বিপক্ষে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে ছিলেন না বাংলাদেশের নিয়মিত অধিনায়ক লিটন দাস। পাঁজরের চোটে মাঠে নামতে না পারায় বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন জাকের আলী অনিক। লিটনের অনুপস্থিতিতে শেষ পর্যন্ত বাংলাদেশ হেরেছে ৪১ রানে।ম্যাচ শেষে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী মনে করেন, লিটন খেললে ম্যাচের গল্প ভিন্ন হতে পারত। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘লিটন দাস থাকলে খেলা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। এমনকি বাংলাদেশ জেতার সুযোগও পেত।’এশিয়া কাপে এখন পর্যন্ত সেরা রানসংগ্রাহকদের তালিকায় জায়গা করে নিয়েছেন তিন বাংলাদেশি ব্যাটার—সাইফ হাসান (১৬০), তাওহিদ হৃদয় (১৩৪) ও লিটন দাস (১১৯)। যদিও লিটন রান তালিকায় খানিক পিছিয়ে, তবে তার টপ অর্ডারে ইমপ্যাক্ট ইনিংস দলের জন্য বড় ভূমিকা রেখেছে। ভারতের বিপক্ষে তিনি না থাকায় চাপ সামলাতে হয়েছে সাইফ হাসানকে। নিঃসঙ্গ যোদ্ধার মতো খেলেও তার ৫১ বলে...