২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৫ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৫ পিএম ভারত এখনও ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রতিপক্ষ হিসেবে গণতান্ত্রিক অবস্থান বজায় রেখেছে, বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন। বাণিজ্য নিয়ে তীব্র দ্বিপাক্ষিক বিরোধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অবস্থানকে মৌলিকভাবে বদলে দিয়েছে এমন যেকোনো ধারণা খারিজ করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। ভারতকে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ‘ইন্দো’ হিসেবে উল্লেখ করে এবং নয়া দিল্লির সাথে সম্পর্ক শক্তিশালী রাখার কথা জানিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘ভারতকে এখনও ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছি।’ কর্মকর্তা উল্লেখ করেন যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর শপথ গ্রহণের পর জানুয়ারিতে কোয়াডের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে প্রথম বৈঠক হয়েছিল। ভারত ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলা করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং জাপানের...