ভারতের লাদাখ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন ক্রমেই বিস্ফোরক রূপ নিচ্ছে। শান্তিপূর্ণ কর্মসূচি বুধবার হঠাৎই হিংসাত্মক হয়ে ওঠে। লেহ শহরে পুলিশের গাড়ি ভস্মীভূত, বিজেপির দপ্তর লক্ষ্য করে বিক্ষোভ, সংঘর্ষ, কাঁদানে গ্যাস, ইঁটপাটকেল—সব মিলিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে গোটা এলাকায়। পিটিআই সূত্রের খবর, ২০১৯ সালের আগস্টে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে লাদাখ গঠন করা হয়েছিল। তখন বলা হয়েছিল সাময়িকভাবে মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে, পরে তা ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু এত বছরেও সেই প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছে লাদাখবাসী। পরিবেশকর্মী সোনম ওয়াংচুক টানা ১৫ দিন ধরে অনশনে আছেন। তার শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। অনশনে থাকা আরও দু’জন হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়াতেই উত্তেজনা চরমে পৌঁছায়। সকাল থেকে শত শত মানুষ রাজপথে নেমে...