সাতচল্লিশ বছর, প্রায় অর্ধ শতাব্দী। দীর্ঘ এই সময়ে বাংলাদেশের চলচ্চিত্রের সুখে-দুঃখে নানাভাবে জড়িয়ে ছিলেন। এবার সেই মায় কাটাতেই হলো খোরশেদ আলমের। ৬১ বছর বয়সে অবসর নিয়ে ফিরলেন চাঁদপুরে নিজের বাড়িতে। বিদায়ের ক্ষণটি হিয়ে ওঠে আবেগমাখা। চলচ্চিত্রের সুদিন ফিরবে, এই প্রত্যাশা নিয়ে বাড়িতে ফিরেছেন তিনি। শিল্পনির্দেশকের সহকারী হিসেবে কাজ করে আসা খোরশেদ আলমকে বুধবার এফডিসিতে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। বিদায় অনুষ্ঠানে ছিলেন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, এফ আই মানিক, ওয়াকিল আহমেদ, চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি, ইয়ামিন হক ববি, অভিনেতা কমল পাটেকর, সনি রহমান, চুন্নু, মাহবুবুর রশিদ মুন্না, মুন্না খান, নৃত্যপরিচালক ইউসুফ খান এবং এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি। এ সময় আবেগাপ্লুত খোরশেদ আলম স্মরণ করেন তার ওস্তাদ শরফুদ্দীন ভূঁইয়া থেকে প্রয়াত নির্মাতাদের। “সবাই আমার জন্য দোয়া করবেন, ভুলত্রুটি ক্ষমা করবেন।...