আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। চলতি পর্যটন মৌসুম ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হবে। তবে পরিবেশ রক্ষা ও দ্বীপের ভারসাম্য বজায় রাখতে প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটক প্রবেশের সুযোগ পাবেন। প্রথম দুই মাস অর্থাৎ নভেম্বর ও ডিসেম্বর মাসে দ্বীপে রাত্রিযাপন করা যাবে না। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সীমিত আকারে থাকার অনুমতি দেওয়া হবে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ তথ্য জানান। তিনি আরও বলেন, পর্যটকদের যাতায়াত নিয়ন্ত্রণে বিশেষ সফটওয়্যার তৈরি করা হয়েছে। পরিবহন ব্যবস্থার সঙ্গে সমন্বিত এ...