মানুষের ইচ্ছাশক্তি আর মানসিক দৃঢ়তা কতদূর যেতে পারে, তার অনন্য উদাহরণ হয়ে উঠেছেন ব্রিটিশ কলাম্বিয়ার তরুণ দৌড়বিদ নোয়াহ অ্যালিসন। টানা সাত দিনে সাতটি ম্যারাথন শেষ করে তিনি প্রমাণ করেছেন শারীরিক সীমাবদ্ধতা কেবলই একটি চ্যালেঞ্জ, যাকে দৃঢ় মনোবল দিয়ে জয় করা যায়। অ্যালিসনের এবারের দৌড় ছিল একেবারেই ব্যতিক্রমী। মোট ২৯৫ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন তিনি প্রতিদিন প্রায় ৪২ কিলোমিটার করে। আন্তর্জাতিকভাবে এটি “আল্ট্রা-চ্যালেঞ্জ” হিসেবে স্বীকৃত, যেখানে বিশ্বের মাত্র কয়েকশ মানুষ কখনো টানা সাত দিনে সাতটি ম্যারাথন সম্পন্ন করতে পেরেছেন। সেই তালিকায় এখন গর্বের সঙ্গে যুক্ত হয়েছে নোয়াহ অ্যালিসনের নামও। ২০২৩ সালে ক্যানসারে মারা যান নোয়াহর বাবা, মার্কাস অ্যালিসন। বাবার স্মৃতিকে ধারণ করতেই তিনি শুরু করেন বার্ষিক দৌড় প্রতিযোগিতা “মাইলস ফর মার্কাস”। এবারের আয়োজন ছিল তৃতীয়। শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তার পরীক্ষা...