প্রতিবেশী দেশের যেকোনো রাজনৈতিক হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এর আগে, চাইনিজ পিপলস ইন্সটিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট মিস্টার ঝো পিংজিয়ানের নেতৃত্বে চীনের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল জামায়াতের আমিরের সাথে সাক্ষাৎ করেন। পরে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন দলটির সেক্রেটারি জেনারেল। বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান জানান, নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন তারা। পরে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে জামায়াতের পক্ষ থেকে চীনকে আহ্বান জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে চীনের প্রতিনিধি দলের প্রধান ঝো পিংজিয়ান জানান, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায় চীন। জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক...