চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে চার ধাপে অনলাইন আবেদন নেওয়া হয়। নীতিমালায় তিন ধাপের কথা থাকলেও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সবশেষ আরও এক ধাপে এ আবেদন নেয় কর্তৃপক্ষ। তবে ৪ ধাপ শেষেও কলেজে ভর্তির সুযোগ পাননি ১৬৯ শিক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া পাঁচজনও রয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে চতুর্থ অর্থাৎ শেষ ধাপের ফল প্রকাশ করা হয়। প্রথমে এসএমএসর মাধ্যমে স্ব স্ব শিক্ষার্থীকে তার ফল জানিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। ফল বিশ্লেষণে দেখা যায়, শেষ ধাপেও ১৬৯ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির জন্য নির্বাচিত হননি। তাদের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া পাঁচজন রয়েছেন। অন্যদিকে, দেশের ৩৪৮টি কলেজ ভর্তির জন্য একজন শিক্ষার্থীও পায়নি। তার মধ্যে...