ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, তারা সম্প্রতি ইসরাইলি পারমাণবিক স্থাপনা ও বিজ্ঞানীদের সঙ্গে সম্পর্কিত কৌশলগত ও সংবেদনশীল নথি সংগ্রহ করেছে। বুধবার রাতে জাতীয় টেলিভিশনে প্রচারিত এক অনুষ্ঠানে এসব তথ্য ও নথি প্রকাশ করা হয়। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ। ইরানি টিভির প্রতিবেদনে বলা হয়, গত জুন মাসে গোপন অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ নথি, ছবি ও ভিডিও সংগ্রহ করে দেশে আনা হয়। বিপুল সংখ্যক নথি নিরাপদে পরিবহন নিশ্চিত না হওয়া পর্যন্ত খবর প্রকাশ করা হয়নি। জাতীয় টিভির প্রতিবেদনে জানানো হয়, নথিগুলো সতর্কতার সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করেছে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব বুধবার রাতে বলেন, ‘যে বিপুল পরিমাণ নথি দেশে আনা হয়েছে, তা কেবল এক অংশ। এতে জায়নিস্ট শাসনব্যবস্থার পূর্ববর্তী ও চলমান পারমাণবিক প্রকল্প, পুরনো অস্ত্র সংস্কার, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর...