বাংলাদেশসহ বিশ্বের ৪০টিরও বেশি দেশে কম খরচের ‘এআই প্লাস’ প্ল্যান চালু করেছে গুগল। চলতি মাসের শুরুতে কোম্পানিটি প্রথমে ইন্দোনেশিয়ায় এই সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছিল। বাংলাদেশসহ এই প্ল্যানের আওতাভুক্ত অন্য দেশগুলো হলো- নেপাল, মেক্সিকো, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, ভিয়েতনাম, নাইজেরিয়া, ঘানা, মিসর, উগান্ডা, জিম্বাবুয়ে, সেনেগাল, আইভরি কোস্ট, ক্যামেরুন, অ্যাঙ্গোলা এবং কেনিয়াসহ আরও কয়েকটি দেশ। প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ লিখেছে, প্ল্যানটি ইন্দোনেশিয়ায় প্রথম চালু করার সময় মাসিক খরচ ধরা হয়েছিল সাড়ে চার ডলার। বেশিরভাগ দেশে এর দাম প্রায় পাঁচ ডলার। তবে নেপাল ও মেক্সিকোর মতো কয়েকটি দেশে প্রথম ছয় মাসের জন্য ৫০ শতাংশ ছাড় থাকছে। ‘এআই প্লাস’ প্ল্যানের সুবিধার মধ্যে রয়েছে জেমিনাই ২.৫ প্রো ব্যবহারের সুযোগ। পাশাপাশি ছবি ও ভিডিও তৈরির জন্য ব্যবহার করা যাবে ‘ফ্লো’, ‘হুইস্ক’ এবং ‘ভিও ৩ ফাস্ট’ টুল। এ ছাড়া, গুগলের...