দেশের ডিজিটাল ব্যাংকিং নিয়ে যে সম্ভাবনা রয়েছে, তা বাস্তবায়নে নিরাপত্তার পাশাপাশি আন্তঃঅপারেটরে লেনদেনের সুযোগ তৈরির কথা বলছেন বিশ্লেষকরা। তারা বলছেন, কেনিয়া, সিঙ্গাপুর, ল্যাটিন আমেরিকার দেশগুলোর পাশাপাশি প্রতিবেশি ভারতও ডিজিটাল লেনদেনে সর্ব স্তরের মানুষকে সম্পৃক্ত করতে পেরেছে। কিন্তু আঠোরো কোটি মানুষের দেশে সবাই এখনও ব্যাংকিং সেবার আওতায় আসেনি। বৃহস্পতিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক সেমিনারে অতিথিরা বলেন, বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিং কাঙ্খিত পর্যায়ে না থাকার আরেকটা কারণ হলো, মানুষের আস্থায় এখনো ঘাটতি রয়েছে। ‘ডিজিটাল ব্যাংকিং ফর অল: ব্রিজিং গ্যাপ ইন ফাইন্যান্সিয়াল ইনক্লুশন’ শিরোনামে এ সেমিনার হয়। এতে মূল প্রবন্ধে মোবাইল অপারেটর রবি আজিয়াটার বাণিজ্য বিষয়ক প্রধান সানজিদ হাসান বলেন, ‘‘বিশ্বের ২০ দশমিক ৪৩ বিলিয়ন ডলারের ডিজিটাল ব্যাংকিংয়ের বাজারের মধ্যে এশিয়ার অংশ হচ্ছে প্রায় ২৩ শতাংশ বা ৪ দশমিক...