যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগ নেতাকর্মীরা আবারও হামলা করতে এসেছিল বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, আগের হামলার ঘটনায় স্থানীয় থানায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (স্থানীয় সময়) নিউইয়র্ক থেকে দেওয়া এক ভিডিও বার্তায় আখতার হোসেন বলেন, “এয়ারপোর্টে হামলার পর আজ সন্ধ্যাবেলা আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেলের লবিতে হামলার উদ্দেশে আসে। তবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপি সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।” তিনি আরও জানান, “পরে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার আমাদের মামলা করার পরামর্শ দেন। সেই অনুযায়ী এয়ারপোর্টের কাছাকাছি থানায় গিয়ে যারা ওই হামলায় জড়িত ছিল এবং হত্যার হুমকি দিয়েছিল তাদের বিরুদ্ধে মামলা করেছি।” আখতার হোসেন বলেন, “আমরা পুলিশকে জানিয়েছি, হামলাকারীরা বাংলাদেশে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত। তারা দেশে...