ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার উদ্দেশে বিমানে চড়েন। তবে তাকে বহনকারী বিমানটি ইউরোপের কয়েকটি দেশ এড়িয়ে ভিন্ন একটি রুটে যাত্রা করে। ফ্লাইট-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বিমানটি গ্রিস ও ইতালি অতিক্রম করে দক্ষিণে চলে যায় এবং পরে জিব্রাল্টার প্রণালী পেরিয়ে আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে যুক্তরাষ্ট্রের দিকে উড়ে যায়। যদিও ফ্রান্স জানিয়েছে, তারা ইসরায়েলি বিমানের জন্য আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছিল, তবু বিমানটি উত্তর ইউরোপ এড়িয়ে দক্ষিণ রুট বেছে নেয়। ব্রিটেন, ফ্রান্স ও পর্তুগালসহ একাধিক দেশ এই সপ্তাহে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর আগে মে মাসে আয়ারল্যান্ড ও স্পেন স্বীকৃতি দেয়। এ সিদ্ধান্তের কড়া বিরোধিতা করছেন নাতানিয়াহু। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রুট পরিবর্তনের কারণ হতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা। নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী...