এক যুগেরও বেশি সময় ধরে কানাডা প্রবাসী হালিম শাহর অভিযোগ, তামিম ইকবাল এখনো ক্রিকেটার। একজন রানিং ক্রিকেটার হিসেবে তিনি বোর্ড কর্মকর্তা হতে পারেন না। তামিম ইকবাল যে ক্লাবের হয়ে বিসিবি নির্বাচনে কাউন্সিলরশিপ জমা দিয়েছেন, সেই ওল্ডডিওএইচএস ক্লাবের সাথেও তামিমের কোনোরকম সম্পৃক্ততা নেই। বিসিবি নির্বাচনী তফসিল অনুযায়ী আজ ২৫ সেপ্টেম্বর ছিল সেসব আপত্তিসমুহের শুনানির দিন। তাই দুপুরে বিসিবিতে উপস্থিত হয়ে তামিম ইকবাল কাগজপত্রসহ নির্বাচন কমিশনের সাথে দেখা করেন। কথাও বলেন। নির্বাচন কমিশনের সাথে কথাবার্তা বলার পর তামিম উপস্থিত সংবাদকর্মীদের সাথেও কথা বলেন। অনেক কথার ভিড়ে তামিম পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তিনি চান অবাধ, সুষ্ঠু ও পক্ষপাতহীন নির্বাচন। কারও নাম উল্লেখ না করে তামিম বলেন, দয়া করে নোংরামি করবেন না। ক্রিকেটের সাথে দেশের ১৮ কোটি মানুষের আবেগ জড়িত। সেই আবেগের সাথে নোংরামি না...