ত্বক ভালো রাখতে সবাই নানান রকম প্রসাধনী ব্যবহার করেন। ত্বকের যত্নে ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন দুটিই অপরিহার্য। ময়েশ্চারাইজার ত্বকের আর্দ্রতা ধরে রাখে। ত্বককে নিস্তেজ, খসখসে এবং রুক্ষ হওয়া থেকে রক্ষা করে। অন্যদিকে সানস্ক্রিন ট্যান পড়ার হাত থেকে বাঁচায়। সূর্যের অতিবেগুনি রশ্মি ইউভিএ এবং ইউভিবির ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে। তবে অনেকে দ্বিধায় পড়ে যায়, সানস্ক্রিন নাকি ময়েশ্চারাইজার কোনটি আগে ত্বকে ব্যবহার করবেন। ময়েশ্চারাইজার নাকি সানস্ক্রিন কোনটি আগে ব্যবহার করতে হবে এটি জানাও খুব জরুরি, না জেনে ব্যবহার করলে ত্বকে তেমন কাজ করবে না। আসুন জেনে নেওয়া যাক ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন ব্যবহারের সঠিক নিয়ম কোনটি প্রথমে ব্যবহার করবেনবিশেষজ্ঞদের মতে, ত্বকের সঠিক যত্ন নিতে চাইলে আগে ময়েশ্চারাইজার, তারপর সানস্ক্রিন ব্যবহার করা উচিত। কারণ ময়েশ্চারাইজার ত্বকের ভেতরে পুষ্টি জোগায়। যা ত্বককে নরম ও...