ভারতে লাদাখের রাজধানী লেহ শহরে বুধবার আলাদা রাজ্যের স্বীকৃতির দাবিতে শুরু হওয়া বিক্ষোভে সহিংসতায় অন্তত চারজনের প্রাণহানির পর কারগিলে শুরু হয়েছে পূর্ণ শাটডাউন । লাদাখের বিক্ষোভে পুলিশের গুলির প্রতিবাদে এবং লাদাখের মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করতে কারগিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (কেডিএ) ডাকে বৃহস্পতিবার এই শাটডাউন (সম্পূর্ণ বন্ধ) কর্মসূচি চলছে। বাজার, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক সব বন্ধ রয়েছে। ব্যক্তিগত ও গণপরিবহনও সম্পূর্ণভাবে থমকে গেছে। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ পত্রিকা এ খবর জানিয়েছে। কার্গিল প্রশাসন এরই মধ্যে পাঁচ জনের বেশি মানুষের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুলসংখ্যক পুলিশ ও আধা-সামরিক বাহিনীও মোতায়েন করা হয়েছে। কর্মকর্তারা বলছেন, কার্গিলে পরিস্থিতি উত্তেজনাকর। তবে তা নিয়ন্ত্রণে রয়েছে। ওদিকে, লাদাখে ব্যাপক বিক্ষোভের এক দিন পর বৃহস্পতিবার পরিস্থিতি অনেকটাই শান্ত দেখা গেছে। ভারতে লাদাখকে আলাদা রাজ্য হিসাবে...