নব্বই দশকে ব্যান্ড সংগীতের উম্মাতাল জোয়ারের সময় যাত্রা শুরু করেছিল ‘শিরোনামহীন’। প্রথম অ্যালবাম ‘জাহাজী’ দিয়েই শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেয় ব্যান্ডটি। অল্প সময়ে উঠে যায় তারুণ্যের প্রিয় ব্যান্ডের তালিকায়। সবশেষ তাদের ‘এই অবেলায়’ গানটির আকাশছোঁয়া জনপ্রিয়তা দেশের সীমা পেরিয়ে ওপার বাংলায়ও পৌঁছে গেছে। ’৯৬ সালে বুয়েট ক্যাম্পাসে জন্ম নেয়া ব্যান্ডটি গানের কথা, সংগীতায়োজন এবং বৈচিত্র্যময় পরিবেশনার কারণে শ্রোতাদের বিশেষ নজর কাড়ে। পথচলা শুরুর সেই নস্টালজিক সময়ের গল্প বলতে টিভি পর্দায় আসছেন ব্যান্ডটির দলনেতা জিয়াউর রহমান জিয়া। মাছরাঙা টেলিভিশনের ‘নাইনটিজ মিউজিক স্টোরি’ অনুষ্ঠানে শোনা যাবে সেই গল্প। ব্যান্ডের নামকরণ, লাইনআপ, লিরিক, কম্পোজিশন, রেকর্ডিং, কনসার্ট নিয়ে স্মৃতিচারণ, অভিজ্ঞতা ও নানা ঘটনার কথা বলবেন জিয়া। তিনি বলেন,...