মানবিক সাহায্য নিয়ে গাজার দিকে ছুটছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা (জিএসএফ)। বারবার সেই নৌবহরের ওপর ড্রোন হামলার ঘটনা ঘটছে। জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবার নৌবাহিনী পাঠাচ্ছে ভূমধ্যসাগরের দেশ ইতালি এবং স্পেন। জিএসএফ প্রায় ৫০টি বেসামরিক জাহাজ নিয়ে এগোচ্ছিল। গত বুধবার রাতে বলা হয়, ইসরায়েলি ড্রোন ও বিমান তাদের জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। যাত্রীরা জানান, নিচু উড়ন্ত ড্রোনগুলো তাদের নৌকাগুলোর কাছাকাছি এবং উপরে ফ্ল্যাশব্যাংয়ের মতো বিস্ফোরক এবং অন্যান্য ‘অজ্ঞাত বস্তু’ ফেলে দেয়। এছাড়াও ইচ্ছাকৃতভাবে রেডিও জ্যামিংয়ের কারণে জাহাজগুলোর মধ্যে যোগাযোগে ব্যাপক বাধা সৃষ্টি করে। তবে হামলার খবর প্রকাশ্যে আসতেই স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, তার দেশের নৌবাহিনী ইতালির সঙ্গে যোগ দিয়ে ফ্লোটিলাকে সুরক্ষা দিতে যুদ্ধজাহাজ পাঠাবে। বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক আইন অবশ্যই মানতে হবে এবং...