ইসরাইল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ড্রোন দক্ষিণ ইলাত বন্দরে আঘাত হানার ফলে অন্তত ৩২ জন বসতি স্থাপনকারী আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। টাইমস অব ইসরাইল জানিয়েছে, ড্রোনটি ইলাতে আঘাত হানার পরপরই সাইরেন বাজতে থাকে। ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘ড্রোন অনুপ্রবেশের সতর্ক সাইরেন বাজার পর ইলাতে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাকর্মী ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে’। ইসরাইলের অন্য গণমাধ্যমগুলো জানিয়েছে, ড্রোনটি অধিকৃত ইলাতের একটি পর্যটন এলাকায় আঘাত হানার পর সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি ভিডিওতে দেখা গেছে, ড্রোনটি আটকাতে ইসরাইলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে।আরও পড়ুনআরও পড়ুনইসরাইলি আকাশ প্রতিরক্ষা ভেদ করে হুথির ড্রোন হামলা প্রকাশিত আরেকটি ভিডিওচিত্রে দেখা গেছে, ইয়েমেনি ড্রোনটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এতে অন্তত সাতজন গুরুতরভাবে আহত হয়। চিকিৎসা...