জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, ‘আইনগত বাধা না থাকলেও অন্য কোনো চাপের কারণে নির্বাচন কমিশন (ইসি) এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না। এটা কমিশনের ব্যর্থতা।’ আজ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারে জেলা ও উপজেলা কমিটির সমন্বয়ক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় সারজিস বলেন, ‘২৪ ও ১৮ নির্বাচনে যারা অংশগ্রহণ করে সকল সুবিধা ভোগ করেছেন, আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দিয়েছেন তাদের আগামী নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অধিকার নেই।’ তিনি গণপরিষদ নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, ‘এত বড় গণহত্যার পরও যদি আমরা ন্যূনতম বিচারিক প্রক্রিয়ার রায় দেখতে না পাই, তবে যে সময়সীমাই বলা হোক না কেন তা জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা।’ নিউইয়র্কে...