গুগলের অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমের প্রধান সমীর সমত বলেন, ‘এটি আগামী বছরের জন্য আমাদের সবচেয়ে রোমাঞ্চকর প্রকল্প।’ তিনি আরও জানান, ল্যাপটপ ও ট্যাবলেটে অ্যান্ড্রয়েডের এআই সুবিধাগুলো দ্রুত আনাই তাদের লক্ষ্য। গুগলের পরিকল্পনা হলো ক্রোমওএসের অভিজ্ঞতাকে ভিত্তি করে অ্যান্ড্রয়েডের প্রযুক্তি পুনর্গঠন করা। এতে ল্যাপটপসহ পুরো অ্যান্ড্রয়েড ইকোসিস্টেম আরও মসৃণভাবে কাজ করবে। যদিও গুগল ও কোয়ালকম ঠিক কীভাবে এই যৌথ অপারেটিং সিস্টেম তৈরি...