কয়েক বছর আগে শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানকে প্রমোদতরী থেকে মাদক মামলায় গ্রেপ্তার করেছিলেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) প্রাক্তন কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। তারপর আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন এই কর্মকর্তা। বলিউড বাদশা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান ‘দ্য বা***ডস অব বলিউড’ নামে ওয়েব সিরিজ নির্মাণ করেছেন। কয়েক দিন আগে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এটি। এবার এই ওয়েব সিরিজের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন সেই সমীর ওয়াংখেড়ে। সিরিজটি প্রযোজনা করেছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। এটি শাহরুখ খান ও গৌরি খানের মালিকানাধীন প্রতিষ্ঠান। এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।আরো পড়ুন:তারকাখচিত প্রিমিয়ারে শাহরুখ পুত্রের বিদেশি প্রেমিকাশাহরুখ-দীপিকার বিরুদ্ধে মামলা তারকাখচিত প্রিমিয়ারে শাহরুখ পুত্রের বিদেশি প্রেমিকা এ প্রতিবেদনে জানানো হয়েছে, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড (এর মালিক অভিনেতা শাহরুখ খান ও গৌরি খান), ওটিটি প্ল্যাটফর্ম...